পাঁচ দিনের টানা যুদ্ধবিরতি দিলে তাদের হাতে বন্দী থাকা সর্বোচ্চ ৭০ নারী ও শিশুকে ছেড়ে দেবে বলে জানিয়েছে হামাস। সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
হামাসের টেলিগ্রাম চ্যানেলে আল কাসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দার একটি অডিও ক্লিপের মাধ্যমে বলেন, “এই যুদ্ধবিরতি পূর্ণমাত্রার হতে হবে এবং যুদ্ধবিরতির এই সময়ে গাজার সর্বত্র মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সুযোগ থাকতে হবে।”
গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এর জেরে গাজায় ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এর প্রায় ৪০ শতাংশই শিশু।
জ্বালানি ও প্রয়োজনীয় সহায়তার অভাবে অবরুদ্ধ গাজায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অবরুদ্ধ গাজায় ত্রাণসহ মানবিক সহায়তা পাঠালেও তা গাজায় প্রয়োজনের তুলনায় অনেক কম।