• ঢাকা
  • সোমবার, ১৬ জুন, ২০২৫, ২ আষাঢ় ১৪৩২, ১৯ জ্বিলহজ্জ ১৪৪৬

ইসরায়েলি সেনাদের যে হুমকি দিলো হামাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ১২:০০ পিএম
ইসরায়েলি সেনাদের যে হুমকি দিলো হামাস

হামাস নিয়ন্ত্রিত গাজা সিটি ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শহরটিতে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে তারা। এর মধ্যে ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

বৃহস্পতিবার (২ নভেম্বর) এক টেলিভিশন ভাষণে ইসরায়েলকে এই হুমকি দেন হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা।

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, “গাজায় ইসরায়েলি সেনা নিহতের যে সংখ্যা ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।”

ইসরায়েলের উদ্দেশে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘তোমাদের সেনারা কালো ব্যাগে করে ফিরবে।’

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি ব্যক্তি নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।

৭ অক্টোবর থেকে গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজায় স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। ২৭ দিন ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Link copied!