হামাস অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণাঞ্চলের দিকে পালাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট। সোমবার (১৩ নভেম্বর) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সোমবার (১৩ নভেম্বর) ইয়োভ গ্যালান্ট বলেন, “হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তারা এখন গাজার দক্ষিণাঞ্চলে পালাচ্ছে। বেসামরিক নাগরিকেরা হামাসের ঘাঁটিতে লুটপাট চালাচ্ছেন। বর্তমানে হামাসের প্রতি তাদের আর কোনো আস্থা নেই।”
ইসরায়েলি এই মন্ত্রী আরও বলেন, “ইসরায়েলি সেনাদের আটকে দেওয়ার সামর্থ্য হামাসের নেই। গাজার প্রতিটি স্থানে তাদের অবস্থান শক্ত করেছে ইসরায়েলি সেনারা। পরিকল্পনা অনুযায়ী অবস্থান দৃঢ় করার সঙ্গে তাদের দায়িত্বও সঠিকভাবে পালন করছে তারা।”
৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার জেরে অবরুদ্ধ গাজার ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। সম্প্রতি অবরুদ্ধ এ উপত্যকায় প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। এরপর থেকেই হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাদের যুদ্ধ চলছে।
এক মাসের বেশি সময়ব্যাপী এ যুদ্ধে গাজায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। যার কারণে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ঘরবাড়ি হারিয়ে গৃহহীন ফিলিস্তিনের প্রায় অর্ধেক বেসামরিক নাগরিক। এমনকি সেখানে কোনো ধরনের সহায়তাও পৌঁছতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা।
জ্বালানির ও প্রয়োজনীয় সহায়তার অভাবে গাজার প্রায় অর্ধেকের বেশি হাসপাতাল তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন গুরুতর আহত রোগীরা যার মধ্যে অনেক নবজাতক শিশুও আছে। এছাড়া ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন গাজার হাজার হাজার মানুষ।
বিশ্বনেতারাসহ আন্তর্জাতিক অনেক সংস্থা গাজায় ইসরায়েলি বাহিনীর এ নৃশংসতা বন্ধ করতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে জানায়, যুদ্ধ পরবর্তী সময়ে গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরায়েল।