পশ্চিম আফ্রিকার দেশ গিনির প্রাক্তন সামরিক নেতা মুসা দাদিস কামারাকে পুনরায় গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। কামারার সদিচ্ছায় জেল থেকে পালানোর বিষয়টি অস্বীকার করেছেন তার আইনজীবী। তার দাবি সশস্ত্র ব্যাক্তিরা তাকে অপহরণ করেছিলো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কামারার আইনজীবী পেপে অ্যান্টনিও লামাহ কামারকে পুনরায় গ্রেপ্তার করে রাজধানী কোনাক্রি’র সেন্ট্রাল হাউজ জেলে পাঠানোর কথা জানিয়েছেন।
শনিবার (৪ নভেম্বর) সকালে কোনাক্রিতে ভারী গুলি বর্ষণের মধ্য দিয়ে তাকে জেল থেকে নিয়ে যাওয়া হয় বলে জানান এক মন্ত্রী ও আইনজীবী।
২০০৯ সালে কোনাক্রি স্টেডিয়ামে হওয়া এক হত্যাকাণ্ডের ঘটনায় অন্তত ১৫৭ জন মানুষ নিহত হয়। এছাড়া অনেক নারী ধর্ষণের শিকার হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় কামারাসহ আরও দশজন প্রাক্তন সামরিক কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। তবে কামারাসহ বিচারাধীন রাখা হয়েছে অন্তত দুই জন প্রাক্তন সেনা কর্মকর্তাকে। সূত্র-বিবিসি।