• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২, ৩০ রবিউস সানি ১৪৪৭

প্রথম নারী প্রধানমন্ত্রী পেল জাপান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৩:৫০ পিএম
প্রথম নারী প্রধানমন্ত্রী পেল জাপান
সানায়ে তাকাইচি

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এই নারী প্রার্থী জয়ী হন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, নিম্ন ও উচ্চ দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সানায়ে তাকাইচি। নিম্নকক্ষে ২৩৭ ও উচ্চকক্ষে ১২৫ ভোট পেয়েছেন তিনি।  

চলতি মাসের শুরুতে তাকাইচি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হন। তবে তাঁর নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে পড়লে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টা ভেস্তে যায়। এর পর থেকে এলডিপি নতুন রাজনৈতিক জোট গঠনের চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় তাকাইচিকে জোট গঠনের দায়িত্ব দিয়েছে এলডিপি।

গত কয়েক দশক ধরে জাপানের ক্ষমতায় আছে এলডিপি। তবে সাম্প্রতিক সময়ে দলটির জনপ্রিয়তা অনেক কমে গেছে। 

গত পাঁচ বছরের মধ্যে তাকাইচি জাপানের চতুর্থ প্রধানমন্ত্রী। জয়ী হয়ে তাকাইচি জাপানের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলার অঙ্গীকার করেছেন। জাপানকে তিনি ঢেলে সাজাবেন যাতে ভবিষ্যত প্রজন্মের জীবন স্বাচ্ছন্দ্যময় হয়। তিনি নারীদের স্বাস্থ্য-সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেবেন বলেও জানান।

জাপানে রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনো সীমিত। তাই এ জয়কে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। তাকাইচি দৃঢ় রক্ষণশীল ভাবধারার রাজনীতিক হিসেবে পরিচিত। জাপানি তরুণীদের অনেকেই বিবিসিকে বলেন, তারা নিশ্চিত নন যে রক্ষণশীল তাকাইচি নারীর অধিকারকে এগিয়ে নেবেন কিনা।

ব্রিটেনের মার্গারেট থ্যাচারের মতো জাপানের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত তাকাইচি। ৬৪ বছর বয়সী তাকাইচি সাবেক হেভি মেটাল ড্রামার।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!