• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যু ৮ হাজার ছাড়িয়েছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ১০:৫৫ এএম
ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যু ৮ হাজার ছাড়িয়েছে
অবরুদ্ধ গাজা যেন মৃত্যুপুরী

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার (২৯ অক্টোবর) হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে আল-জাজিরা জানায়, ইসরায়েলি আগ্রাসনে নিহত মানুষের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে, যার অর্ধেকই শিশু।

এদিকে শুক্রবার রাতে ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয় ইসরায়েল। এরপর অবরুদ্ধ গাজায় স্থল, আকাশ ও সমুদ্রপথে সর্বাত্মক হামলা শুরু করে তারা।

অবশ্য রোববার ইন্টারনেট–সংক্রান্ত আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, গাজায় ইন্টারনেট-ব্যবস্থা আবারও স্বাভাবিক হচ্ছে। রিয়েল টাইম নেটওয়ার্কের তথ্যের ভিত্তিতে এ কথা বলেছে তারা।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। হামলায় ১ হাজার ৪০০ ইসরায়েলি নাগরিক নিহত হন। জিম্মি করা হয় অনেককে। এর পরপরই গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।  

Link copied!