• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

হামাসের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৩৫০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০৩:১৩ পিএম
হামাসের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৩৫০
ছবি: সংগৃহীত

ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

রোববার ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, এই মুহূর্তে দরকার ইসরায়েলি কমিউনিটির মধ্যে লড়াই বন্ধ করে গাজা ও ইসরায়েল সীমানা নিয়ন্ত্রণ করা।

এদিকে ইসরায়েলের পাল্টা হামলায় ৩১৩ ফিলিস্তিনি নিহত ও ১৯৯০ জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

হামাসের নজিরবিহীন রকেট হামলার পর রোববার (৮ অক্টোবর) সকালে গাজায় গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।

রকেট হামলার পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডেও ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, এখনও তাদের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। 


 

Link copied!