• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭৮৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩, ১১:৩৭ এএম
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭৮৫
গাজার অন্তত ৩০ শতাংশ ঘরবাড়ি ইসরায়েলি বোমার আঘাতে হয় ধ্বংস নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩০৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সব মিলিয়ে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮৫।

জাতিসংঘ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১ হাজার ৫২৪ শিশু রয়েছে। নারীর সংখ্যা ১ হাজার ৪৪৪। আহত হয়েছেন সাড়ে ১২ হাজারের বেশি মানুষ।

গাজার আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, গাজার অন্তত ৩০ শতাংশ ঘরবাড়ি ইসরায়েলি বোমার আঘাতে হয় ধ্বংস নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতিমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাদের মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৫০০-এর বেশি মানুষ জাতিসংঘ পরিচালিত ১৪৭টি আশ্রয়শিবিরে উঠেছেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।
 

Link copied!