• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

করোনায় চীনে ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০২:২৭ পিএম
করোনায় চীনে ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে

২০২৩ সালে করোনার কারণে চীনে ১০ লাখের বেশি মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন ইনস্টিটিউট (আইএইচএমই)। কোনো শক্তিশালী পদক্ষেপ ছাড়াই হঠাৎ কোভিড-১৯ বিধিনিষেধ তুলে নেওয়ার কারণে এমন হতে পারে বলে অনুমান করেছে সংস্থাটি।

তাদের পর্যালোচনা বলছে, আগামী বছরের এপ্রিলের ১ তারিখ নাগাদ চীনে কোভিড রোগীর সংখ্যা চূড়ায় পৌঁছাবে, মৃত্যুও সে সময় ৩ লাখ ২২ হাজারে পৌঁছাতে পারে। তত দিনে চীনের জনসংখ্যার এক-তৃতীয়াংশ সংক্রমিত হতে পারে, বলছেন আইএইচএমই-র পরিচালক ক্রিস্টোফার মুরে।

কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে সেখানে কত মৃত্যু হয়েছে তার তথ্য জানায়নি চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। সর্বশেষ গত ৩ ডিসেম্বর চীন কোভিডে মৃত্যুর তথ্য জানিয়েছিল। দেশটি এখন পর্যন্ত মহামারিতে ৫ হাজার ২৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

চীনে কোভিড ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা প্রচুর। তা ছাড়া চীনের টিকার কার্যকরিতা তুলনামূলক কম। পাশাপাশি ৮০ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিদের মধ্যে টিকাদানের হারও কম। ফলে আসছে বছর অনেকেই এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তীব্র বিক্ষোভ ও জন-অসন্তোষের মুখে ডিসেম্বরেই চীন বিশ্বের অন্যতম কঠোর কোভিড বিধিনিষেধ তুলে নিয়েছে। জিরো কোভিড নীতি তুলে দেওয়ার কারণে সংক্রমণের নতুন ঊর্ধ্বগতিও দেখা যাচ্ছে। আগামী মাসের মধ্যেই ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে ব্যাপকভাবে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Link copied!