• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

চিতা ঢুকে পড়ে বাড়িতে, অতঃপর...


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ১২:৩৪ পিএম
চিতা ঢুকে পড়ে বাড়িতে, অতঃপর...
চিতা। ছবি : সংগৃহীত

পুরো গ্রামটি জঙ্গলে ঘেরা। গ্রামটির নিরাপত্তাবেষ্টনী নেই। আর সেই সুযোগেই সোমবার (১ এপ্রিল) ভোরে গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়েছিল চিতা। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। চিতার আক্রমণে পাঁচজন আহত হয়েছেন।

দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গার্গ বলেন, দিল্লির উত্তরাংশে ওয়াজিরাবাদ বায়োডাইভার্সিটি পার্কের কাছেই গ্রামটি।

দিল্লি ফায়ার সার্ভিসের তথ্যমতে, তারা সকাল ৬টা ২০ মিনিটে ফোন পায়। এরপর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি সেখানে পৌঁছায়। চিতাটি একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পাশের ভবনে চলে যায়। সেখানে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা চিতাটিকে একটি রুমে আটকে ফেলেন। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, কিছু লোক চিতাটিকে তাড়া করছেন, আর অনেকে ভয়ে দৌড়াচ্ছেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ভোর সাড়ে চারটায় প্রথম চিতাটি চোখে পড়ে। সকাল সোয়া পাঁচটার দিকে পিসিআরে কল যায়। এটি বেশ কিছু মানুষের ওপর হামলা করতে চেষ্টা করে এবং এদের কেউ কেউ জখম হয়েছে।

পুলিশ জানায়, চিতাটি উদ্ধার হওয়ার আগেই এটির আক্রমণে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

Link copied!