ইসরায়েল ও হামাস উভয়পক্ষই যুদ্ধাপরাধ করছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার টুর্ক। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
মিশরের রাফাহ ক্রসিং পরিদর্শন করে টুর্ক সাংবাদিকদের বলেন। ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের করা হামলায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন এবং হামাসের হাতে বন্দী প্রায় দুই শতাধিক মানুষ। হামাসের এ নৃশংস হামলা ও সাধারণ মানুষদের বন্দী করে রাখা যুদ্ধাপরাধ।
এদিকে ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলের সম্মিলিত শাস্তি যেমন অপরাধ, তেমনি সাধারণ জনগণকে জোর করে সরিয়ে দেওয়াও অপরাধ। ইসরায়েল ও হামাস দুইপক্ষই যুদ্ধাপরাধ করেছে।
টুর্ক সাধারণ মানুষদের অধিকার রক্ষার জন্য খুব দ্রুত যুদ্ধবিরতির পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।