• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়িবহর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ১১:৩৮ এএম
দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়িবহর
দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিসের এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে করে নিয়ে যান। ছবি: সংগৃহীত

দুর্ঘটনার কবলে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনী প্রচারণা থেকে ফেরার সময় একটি গাড়ি মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের গাড়ি বহরকে ধাক্কা দেয়। তবে নিরাপদেই আছেন প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।

এদিকে একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, রোববার (১৭ ডিসেম্বর) রাতে প্রেসিডেন্ট জো বাইডেন গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় প্রেসিডেন্ট বাইডেন নিরাপদে থাকলেও, দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল।

টেলিভিশনের একটি ফুটেজে দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে নিয়ে যেতে দেখা যায়।

দুর্ঘটনার পর সিলভার রঙের সেডান গাড়িটিকে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে। এজেন্টরা গাড়িটি কোণঠাসা করে এবং চালকের দিকে অস্ত্র তাক করে। তবে গাড়ির চালক তার হাত ওপরে উঠিয়ে রেখেছিলেন। পরবর্তীতে তাকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

Link copied!