• ঢাকা
  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ জ্বিলহজ্জ ১৪৪৬

‘পাথর কঠিন’ সমর্থন নিয়ে ইসরায়েলের পাশে বাইডেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০৮:৩৩ এএম
‘পাথর কঠিন’ সমর্থন নিয়ে ইসরায়েলের পাশে বাইডেন
ইসরায়েলের নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজা উপত্যকা। ফিলিস্তিনের গাজা সীমান্তসংলগ্ন অন্তত ২২টি এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লড়াই চলছে। পাল্টাপাল্টি হামলায় অন্তত ২৫০ ইসরায়েলি ও গাজায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত দুই হাজারের বেশি মানুষ। এমন পরিস্থিতিতে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে।

ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধ বাইডেন বলেন, “ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন ‘পাথর কঠিন’। যেকোনো পরিস্থিতিতে তা অটুট থাকবে।”

বাইডেন আরও বলেন, “ইসরায়েলের নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে। এটাই শেষ কথা। ইসরায়েলের প্রতি বিদ্বেষপূর্ণ কোনো পক্ষের জন্য এ আক্রমণগুলোকে কাজে লাগানো কিংবা সুবিধা চাওয়ার মুহূর্ত এটা নয়। যা ঘটছে, বিশ্ব দেখছে।”

শনিবার সকালে হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালায়। এরপর জবাবে পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গাজা সীমান্তসংলগ্ন ২২টি এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছে।

ইসরায়েলের জনগণের উদ্দেশে এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। এ যুদ্ধে আমরাই জিতব।’ 

Link copied!