• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

হামাসকে রক্তপিপাসু বললেন বাইডেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০৯:৩৫ এএম
হামাসকে রক্তপিপাসু বললেন বাইডেন
আমরা ইসরায়েলের পাশে আছি

হামাসকে রক্তপিপাসু আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “হামাসের এই হামলা জঙ্গিগোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) সবচেয়ে নৃশংসতার কথা স্মরণ করিয়ে দেয়।”

মঙ্গলবার (১০ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর এ কথা বলেছেন তিনি।

ইসরায়েলে এক হাজারের বেশি বেসামরিক নাগরিককে হত্যার জন্য হামাসের কঠোর নিন্দা জানিয়ে জো বাইডেন বলেন, ইসরায়েলের নিরস্ত্র মানুষের ওপর হামাসের হামলাকে সম্পূর্ণভাবে শয়তানের কাজ।

জো বাইডেন বলেন, “হামাস ফিলিস্তিনের জনগণের জন্য দাঁড়ায়নি। তারা ফিলিস্তিনের জনগণকে মানববর্ম হিসেবে ব্যবহার করছে। এটা নতুন নয়। গত শতকজুড়ে যে ইহুদিবিদ্বেষ চলে এসেছে, সেই কষ্টদায়ক স্মৃতিকে সামনে এনেছে এই ঘটনা।”

হামাসের এই হামলা জঙ্গিগোষ্ঠী আইএসের সবচেয়ে নৃশংসতার কথা স্মরণ করিয়ে দেয়

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “বাবা–মায়েরা নিজেদের শরীর কেটে সন্তানদের রক্ষার চেষ্টা করেছেন। শিশুদের হত্যার খবর এসেছে। নারীদের ধর্ষণ করা হয়েছে। আমরা ইসরায়েলের পাশে আছি। এই হামলার সমুচিত জবাব দেওয়ার জন্য যা করা দরকার, ইসরায়েল তা করবে।”

শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট নিক্ষেপ করে হামাস। একই সঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নিরস্ত্র মানুষের ওপর গুলিবর্ষণ করেন হামাস যোদ্ধারা। তাদের এই হামলায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে হামাসের হামলার পর থেকেই পাল্টা হিসেবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, টানা চার দিনের ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৮৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ।

Link copied!