দুই পোষা কুকুর একে অপরকে দেখে চিৎকার করছিলো। তা দেখে এগিয়ে আসেন তাদের মালিকেরা। পরে তারা নিজেরাই জড়িয়ে পড়েন ঝগড়ায়। ঝগড়ার এক পর্যায়ে এক কুকুরের মলিক বাড়ি থেকে বন্দুক এনে গুলি চালান। সেই গুলিতে নিহত হন দুই জন এবং আহত হন আট জন।
ভারতের মধ্যপ্রদেশের ইনদোরে ঘটনাটি ঘটে বলে জানায় আনন্দবাজার পত্রিকা।
শুক্রবার (১৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে আনন্দবাজার জানায়, অভিযুক্ত রাজপাল রাজাওয়াত একটি বেসরকারি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী। ঘটনার দিন তিনি তার পোষা কুকুরকে সঙ্গে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। তখন তার কুকুরটি প্রতিবেশীর পোষা কুকুরটিকে দেখে চিৎকার করে। এরপর দুই কুকুরের ক্রমাগত চিৎকার চলতে থাকে। এই নিয়ে ঝগড়া শুরু হয় রাজপাল ও তার প্রতিবেশীর মধ্যে। তাদের ঝগড়া দেখে সেখানে জড়ো হন আরও কয়েকজন এলাকাবাসী।
ঝগড়ার এক পর্যায়ে রাজপাল তার বাসায় গিয়ে বন্দুক নিয়ে আসেন। তার পর তিনি গুলি চালান। এতে রাজপালের দুই প্রতিবেশী নিহত হন।
আহত আট জনের মধ্যে ছয় জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
অভিযুক্ত রাজপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।






































