• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

তাইওয়ান উপকূলে ৫.৬ মাত্রার ভূমিকম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০২:২৪ পিএম
তাইওয়ান উপকূলে ৫.৬ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের উপকূলীয় অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার ভোররাত ৩টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, তাইওয়ানের স্থানীয় সময় রোববার ভোররাত ৩টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

তাৎক্ষণিকভাব ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারিরও কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন ভবনে ধস, ট্রেন লাইনচ্যুতসহ বেশ কিছু ক্ষয়ক্ষতির মুখে পড়ে দেশটি।

Link copied!