ইসরায়েলি কারাগার থেকে আরও ৩৩ বন্দীর মুক্তি, হামাস ছাড়ল ১১ জনকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ০৯:৪৮ এএম
ইসরায়েলি কারাগার থেকে আরও ৩৩ বন্দীর মুক্তি, হামাস ছাড়ল ১১ জনকে
যুদ্ধবিরতি চুক্তি মেনে বন্দীদের মুক্তি দিচ্ছে উভয় পক্ষ

যুদ্ধবিরতির চুক্তি অনুসারে ১১ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি।

স্থানীয় সময় সোমবার (২৭ নভেম্বর) রাতে এ বন্দী বিনিময় হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, মুক্তি পাওয়া বন্দীদের মেডিকেল পরীক্ষা করা হবে এবং তারপর পরিবারের সঙ্গে তারা পুনরায় মিলিত হবেন।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, হামাস যেসব জিম্মিকে মুক্ত করেছে, তাদের মধ্যে ছয়জন আর্জেন্টিনা, তিনজন ফ্রান্স ও দুজন জার্মানির নাগরিক।

ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে আরও ৩৩ ফিলিস্তিনি বন্দীকে রাতে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে আছে ৩ জন নারী ও ৩০টি শিশু।

শুক্রবার থেকে শুরু হওয়া এ যুদ্ধবিরতিতে চার দফায় ৭০ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে এ চার দিনে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!