মধ্য গাজার আল-মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) মধ্যরাতে ইসরায়েল এ হামলা চালায় বলে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানান, আল-মাঘাজি শরণার্থী শিবিরে হামলার পর ৩০টিরও বেশি মরদেহ আল-আকসা হাসপাতালে পৌঁছেছে।
এদিকে হামাস জানিয়েছে, ইসরায়েল সাধারণ নাগরিকের বসতবাড়িতে সরাসরি হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
ফিলিস্তিনের এক গণমাধ্যম কর্মী বলেন, “আমার প্রতিবেশীর বাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে আমার বাড়ির একাংশ ধসে গিয়েছে।”
ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, তাদের প্রতিরক্ষা বাহিনী বোমা হামলার সময় সে অঞ্চলে অভিযান চালাচ্ছিল কিনা তা জানার চেষ্টা করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় ৯ হাজার ৪৮৯ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত বলেন, তাদের সেনারা গাজার উত্তর ও দক্ষিণ দিকে অভিযান চালাচ্ছে এবং ধীরে ধীরে তারা গাজার জনবহুল অঞ্চলগুলোতে প্রবেশ করছে।