• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৯:০৯ এএম
গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০

অবরুদ্ধ গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলের বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে জানিয়েছে আল-জাজিরা। বিমান হামলায় একটি আবাসিক ভবন গুঁড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

রোববার (২২ অক্টোবর) রাতে জাবালিয়া শরণার্থীশিবিরের আল-শুহাদা এলাকার ওই ভবনটিতে এ হামলা চালানো হয়।

ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থীশিবিরে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের বসবাস।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।

ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর রোববার রাতকে সবচেয়ে রক্তক্ষয়ী বলে মনে করা হচ্ছে। শুধু রোববারই ইসরায়েলের হামলায় গাজায় প্রায় ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাস যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এতে সেনাসহ ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হন। বন্দী করা হয় সেনাসহ দুই শতাধিক ইসরায়েলিকে। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Link copied!