অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়ায় ইসরায়েলি হামলায় ১৯৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১২০ জন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, জাবালিয়া শরণার্থী শিবিরে গত ২৪ ঘণ্টায় দুই দফা বোমা হামলা করে ইসরায়েলি বাহিনি।
এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হামলায় হামাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নিহত হয়েছেন।
এদিকে হামাস ও মিশরের এক চুক্তির মধ্য দিয়ে রাফা সীমান্ত খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো গাজা ছাড়ার সুযোগ পাচ্ছেন উপত্যকার লোকজন।
ইসরায়েলের দাবি, গাজার বসতবাড়িগুলো হামাস সৈন্যদের ঘাঁটি ও টানেলের জন্য গুরুত্বপূর্ণ।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এ পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রায় ৮ হাজার ৮০০ জন ফিলিস্তিন নিহত হয়েছেন। যারা বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ।
অন্যদিকে ইসরায়েলের দাবি, হামাসের হামলায় ১৪০০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।