জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৯৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৯:২৬ এএম
জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৯৫
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত জাবালিয়া শরণার্থী শিবিরের স্যাটেলাই ছবি

অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়ায় ইসরায়েলি হামলায় ১৯৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১২০ জন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়, জাবালিয়া শরণার্থী শিবিরে গত ২৪ ঘণ্টায় দুই দফা বোমা হামলা করে ইসরায়েলি বাহিনি। 

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হামলায় হামাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নিহত হয়েছেন।

এদিকে হামাস ও মিশরের এক চুক্তির মধ্য দিয়ে রাফা সীমান্ত খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো গাজা ছাড়ার সুযোগ পাচ্ছেন উপত্যকার লোকজন।

ইসরায়েলের দাবি, গাজার বসতবাড়িগুলো হামাস সৈন্যদের ঘাঁটি ও টানেলের জন্য গুরুত্বপূর্ণ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এ পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রায় ৮ হাজার ৮০০ জন ফিলিস্তিন নিহত হয়েছেন। যারা বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ।
অন্যদিকে ইসরায়েলের দাবি, হামাসের হামলায় ১৪০০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!