• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

নিকারাগুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ১১:৩৩ এএম
নিকারাগুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৯
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। ছবি: সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

রোববার (২৪ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি এবং গণমাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৩ ডিসেম্বর) মধ্য নিকারাগুয়ার র‍্যাঞ্চো গ্রান্ডেতে প্রায় ৭০ জনকে নিয়ে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

এই দুর্ঘটনায় ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। তাদের কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো।

মুরিলো বলেন, “বাসটিতে যাত্রীদের অনেক ভিড় ছিল। দেশের উত্তরাঞ্চলের ওয়াসলা থেকে মাতাগাল্পার দিকে যাওয়ার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। ফলে বাসটি একটি সেতুর ক্র্যাশ ব্যারিয়ারে গিয়ে ধাক্কা দেয়।”

তিনি বলেন, “আমরা এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের মধ্যে এখনও পর্যন্ত নয়জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন শিশু বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, গাড়ির চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার শিকার হওয়ার আগে বাসটি দ্রুত গতিতে ছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

Link copied!