• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩, ০৯:৪৩ এএম
পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের চার জেলায় বজ্রপাতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গজুড়ে দফায় দফায় বৃষ্টি হয়। এদিন দুপুরের পর থেকে আকাশ কালো করে বৃষ্টি নামে। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়।

শুক্রবার (২৮ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, চার জেলায় বজ্রপাতে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় চারজন, হাওড়া জেলায় তিনজন, পশ্চিম মেদিনীপুরে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পূর্ব বর্ধমানে পাঁচজনের মৃত্যু হয়েছে।

মুর্শিদাবাদের ভরতপুর-২ ব্লকের কাগ্রাম এলাকার বাসিন্দা হাবিব শেখ (২৪) এবং নেকবস শেখের (২৬) মৃত্যু হয় বজ্রপাতে।

স্থানীয় প্রশাসনের মতে, দুপুরে মাঠে কাজ করতে গিয়েছিলেন তারা। সেই সময়েই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর তাদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় আহত হন হেলু শেখ, আমিনুর শেখ এবং হেরু শেখ নামে তিন ব্যক্তিও। তাদেরও প্রথমে সালারের হাসপাতালে, পরে সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে শমসেরগঞ্জের লক্ষ্মীনগরে নৌকায় মাছ ধরে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় সালাউদ্দিন শেখ (২১) নামের এক যুবকের। গুরুতর আহত আরও তিনজন। তাদের অনুকনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। এ ছাড়া সুতির বাহাগলপুরে একরাম আলী (৬৯) পাটক্ষেত পরিষ্কার করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন।

এসব ঘটনায় রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

তবে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে রাজ্যে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে।

Link copied!