জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির বিভাজন ঠেকাতে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রোববার আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মূলত গত জুলাইয়ে অনুষ্ঠিত জাপানের জাতীয় নির্বাচনে তার নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকেই তার অবস্থান নড়বড়ে ছিল।
জুলাইয়ের জাতীয় নির্বাচনে পার্লামেন্টে লিবারেল ডেমোক্রেটিক পার্টির জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দল থেকেই শিগেরু ইশিবার পদত্যাগের দাবি ওঠে। এই প্রেক্ষাপটেই পদত্যাগ করলেন তিনি।
গত বছর দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বেই একের পর এক নির্বাচনে হারে জোট। এমনকি পার্লামেন্টের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায় তাঁর দল ও জোট। এর পর, গত অক্টোবরে তাঁর নেতৃত্বাধীন জোট নিম্নকক্ষে পার্লামেন্টের সংখ্যালঘুতে পরিণত হয়।
জীবনযাত্রার ব্যয় বাড়ছে-এমন উদ্বেগ থেকে ভোটারদের ক্ষোভই ছিল এই পরাজয়ের মূল কারণ। এর ফলে ইশিবার সরকারের পক্ষে নীতিগত লক্ষ্য বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তে থাকায় দলের ডানপন্থী অংশ থেকে তাঁকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছিল। জুলাইয়ের নির্বাচনের ফলাফলের দায় তাঁকে নিতে হবে বলেই তাদের দাবি।