• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

মালিতে মাইন বিস্ফোরণে নিহত ১১ বাসযাত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ১২:৪৪ পিএম
মালিতে মাইন বিস্ফোরণে নিহত ১১ বাসযাত্রী

পুঁতে রাখা মাইনের ওপর দিয়ে একটি বাস যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে আফ্রিকার দেশে মালিতে। এই ঘটনায় নিহত হয়েছেন ১১ জন, আহত হয়েছেন আরও ৫৩ বাসযাত্রী। আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে মালির মোপতি এলাকায় এই ঘটনা ঘটে।

মালির এই অঞ্চলটিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নিয়মিত সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় যুব সংগঠনের কর্মী মুসা হুসেইনি বলেন, “নয়টি লাশ আমরা ক্লিনিকে পাঠিয়েছি, তবে এখানেই শেষ না।”

প্রায় এক দশক ধরে মালির এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের নিয়ে ধুঁকছে দেশটি। এদের কারণে গত কয়েক বছরে হাজার হাজার মানুষ মারা গেছে, আর বাস্তুচ্যুত হয়েছে আরও কয়েক লাখ মানুষ। মাইন ও অন্যান্য দূরনিয়ন্ত্রিত বোমা এই গোষ্ঠীগুলোর প্রথম পছন্দ।

জাতিসংঘের মালি মিশন জানিয়েছে, এমন বিস্ফোরণে এবছর ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার ভাগের তিনভাগই সেনা সদস্য এবং অন্যরা বেসামরিক নাগরিক।

গতবছর বিদ্রোহী গোষ্ঠীদের বিস্ফোরকের কারণে ১০৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয় আরও ২৯৭ জন।

Link copied!