• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জ্বিলকদ ১৪৪৫

ব্রাজিলে ঘূর্ণিঝড়ে ১১ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ১১:১৮ এএম
ব্রাজিলে ঘূর্ণিঝড়ে ১১ জন নিহত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে তে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। রোববার (১৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে ব্যাপক বৃষ্টি হয়েছে, নিখোঁজ ২০ জনকে খুঁজে পেতে বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে অনুসন্ধান চালানো হচ্ছে।

ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা শহর, যেখানে ৮ হাজারের বেশি মানুষের বসবাস। রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইতে এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় তিনি বলেন, “কারা এলাকার পরিস্থিতি আমাদের অত্যন্ত ভাবাচ্ছে। আমাদের পরিকল্পিতভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করতে হবে এবং কোন মানুষদের সহযোগিতা প্রয়োজন, তা শনাক্ত করতে হবে।”

ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। গত দুই দিনে অন্তত ২ হাজার ৪০০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।

কর্তৃপক্ষ বলছে, গত শুক্রবার রাত নাগাদ পূর্বাঞ্চলীয় উপকূলের ম্যাকুয়িন পৌর এলাকায় প্রায় এক ফুট পরিমাণ বৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত শহরগুলোর অনেক বাসিন্দা তাদের নিজ নিজ এলাকার ক্রীড়াকেন্দ্রগুলোয় আশ্রয় নিয়েছে। কয়েকটি এলাকায় ভূমিধস হতে পারে উল্লেখ করে কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।

এডুয়ার্ডো লেইতে বলেন, “আমরা আটকে পড়া মানুষদের উদ্ধার করছি, নিখোঁজ মানুষদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা দিচ্ছি।”

ব্রাজিলে ভয়াবহ বন্যা প্রায়ই হয়। কয়েক দশকে বিভিন্ন বন্যায় দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Link copied!