কট্টর বৌদ্ধ গোষ্ঠীগুলোর চাপের মুখে গরু জবাই নিষিদ্ধের উদ্যোগ নিল শ্রীলংকা সরকার। সোমবার (১৯ অক্টোবর) দেশটির মন্ত্রিসভায় গরু জবাই নিষিদ্ধের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বিবিসি জানায়, গবাদি দুগ্ধশিল্প উন্নয়নের লক্ষ্যে গোহত্যা বন্ধে খসড়া আইন অনুমোদন করেছে শ্রীলংকার সরকার। মন্ত্রীসভায় পাশ হওয়ার পর খসড়া আইনটি অনুমোদনের জন্য সংসদে তোলা হবে।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলঙ্কার মোট জনসংখ্যার ৭০ শতাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী। দেশটির মাত্র শতকরা ১০ ভাগ মুসলমান। তবে মুসলিম ছাড়াও দেশটিতে খ্রিষ্টান, এমনকি অনেক বৌদ্ধ ও হিন্দুরাও গরুর মাংস খান।
তবে বৌদ্ধদের এটি বড় অংশই গরুকে পবিত্র পশু মনে করেন। আর সেকারণেই গোমাংস খাওয়া ও গোহত্যা থেকে বিরত থাকেন তারা।
তাই সমালোচকদের দাবি, সংখ্যালঘু মুসলমানদের দমনেই এই আইন তৈরি করা হয়েছে। আর কট্টরপন্থীদের দাবি, দেশে কৃষিকাজ ও দুগ্ধ শিল্পের জন্য প্রয়োজনীয় গরু নেই।
এর আগে ২০০৯ সালে প্রথমবার শ্রীলংকার পার্লামেন্টে গরু জবাই নিষিদ্ধের প্রস্তাব করা হয়। এরপর ২০১২ সালে ক্যান্ডি শহরে গরু জবাই নিষিদ্ধ হয়।
২০১৩ সালে গরু জবাই নিষিদ্ধের দাবিতে এক বৌদ্ধ ভিক্ষু নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। এরপর থেকেই কট্টরপন্থী সিংহলী বৌদ্ধ সংগঠন, সিনহালা রাভায়া ও বদু বালা সেনার মতো দলগুলো গরু জবাই বন্ধের আন্দোলন জোরদার করে।