জার্মানিতে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।
আট কোটি জনসংখ্যার দেশ জার্মানিতে এবার প্রায় ছয় কোটি ভোটার ভোট দেবেন। তবে ভোট দানের নিয়ম অন্যান্য দেশের চাইতে কিছুটা ভিন্ন।
জার্মানরা সংসদ নির্বাচনে দুটি করে ভোট দেন। পছন্দের দল ও প্রার্থীকে একটি করে ভোট দিতে হয়। এক্ষেত্রে প্রার্থী ও দল ভিন্ন হলেও চলবে।
এবারের নির্বাচনে প্রধান তিন প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও পরিবেশবাদী গ্রিন পার্টি। এরই মধ্যে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতা আরমিন ল্যাশেটকে সমর্থন জানিয়েছেন সদ্য অবসরে যাওয়া চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
তবে জরিপ বলছে, এবার কোন দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেক্ষেত্রে দলীয় সমর্থনের অনুপাতের ভিত্তিতে সংসদে অর্ধেক আসনের প্রতিনিধি বাছাই হবে।
তাই পরবর্তী চ্যান্সেলর কে হচ্ছেন তা এখনই জানে যাচ্ছে না। নির্বাচিত প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবেন চ্যান্সেলর।
২৯৯টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ হচ্ছে রবিবার। ৬ হাজার ২১১ জন প্রার্থী দিয়েছে ৪৭টি দল।
প্রাপ্ত ভোটের ভিত্তিতে মনোনীত প্রার্থীদের পার্লামেন্টে পাঠাতে পারবে দলগুলো। তবে ৫ শতাংশের কম ভোট পেলে সংসদে যোগ দেওয়ার যোগ্যতা হারাতে হবে।
স্থানীয় সময় রাত আটটার মধ্যে ভোটের ফল প্রকাশ হবে বলে জানিয়েছে ডয়চে ভেলে।