• ঢাকা
  • শনিবার, ০২ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানি ১৪৪৬

প্রবীণদের পরিচর্যা বিষয়ে রিক ও এফআরইবির আলোচনা সভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০১:৪৯ পিএম
প্রবীণদের পরিচর্যা বিষয়ে রিক ও এফআরইবির আলোচনা সভা
প্রবীণদের পরিচর্যা বিষয়ে রিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উপলক্ষে ফোরাম ফর দ্য রাইটস অব দ্য অ্যান্ডারলি, বাংলাদেশ (এফআরইবি) এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় রিকের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণদের জন্য পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, এফএনবির সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট বিজ্ঞান লেখক ড. মুহাম্মাদ ইব্রাহিম। অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মোঃ শহীদ খান।

এছাড়া সম্মানিত অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

Link copied!