• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

চোখের অঞ্জনি সারবে যে ৩টি উপায়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০১:২৯ পিএম
চোখের অঞ্জনি সারবে যে ৩টি উপায়ে

চোখের অঞ্জনির সমস্যায় কমবেশি সবাই ভুক্তভোগী। অঞ্জনি চোখের পাপড়ি কাছাকাছি জায়গা থেকে সাধারণত বের হয়। লাল ছোট্ট দানা বা পুঁটুলি মাঝে মাঝে তৈরি হয়। যাকে লোকমুখে মূলত অঞ্জনি বলা হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয়, ‘স্টাই বা হরডিওলাম’।

চোখের পানি তৈরি করে এমন একটি গ্রন্থি হলো মেবোমিয়ান গ্রন্থি। এই গ্রন্থির মুখ বন্ধ হয়ে গিয়ে ভেতরে ময়লা জমা হয় এবং প্রদাহ বা সংক্রমণ থেকে এই সমস্যার সৃষ্টি হয়। তবে গবেষণা বলছে ঘরোয়া কিছু পদ্ধতির মাধ্যমে সারতে পারে অঞ্জনির সমস্যা। 

যে কারণে আঞ্জনি হয়ে থাকে:

  • চোখে ময়লা জমা।
  • অপরিষ্কার পানি চোখে দেওয়া।
  • চোখের পাতার কোনো গ্রন্থির সংক্রমণ হলে।
  • চোখের পাতার কোনো গ্রন্থির মুখে তেল জমা থাকলে।

আঞ্জনি থেকে মুক্তির ঘরোয়া উপায়:

  • গরম সেঁক দিলে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ কমে যায়। কাজেই নরম কাপড়ে গরম ভাপ দিয়ে কাপড়টি চোখের উপর চেপে ধরুন। এতে করে গ্রন্থির মুখে জমা তেল শুকিয়ে যাবে। দ্রুত ব্যথার উপশম হবে।
  • অঞ্জনি থেকে মুক্তি পেতে চোখের পাতায় লাগাতে পারেন ক্যাস্টর অয়েল। এই তেল সংক্রমণকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। ফলে দ্রুত সংক্রমণ কমিয়ে সুস্থ হতে সহায়ক ভূমিকা রাখে।
  • আঞ্জনি সারানোর সবচেয়ে কার্যকরী ও সহজ উপায় হলো পেয়ারা পাতা। এই পাতা আঞ্জনি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। প্রথমে পেয়ারা পাতা পরিষ্কার ফ্রাইপ্যানে হালকা গরম করে নিন। তারপর নরম কাপড়ে গরম পাতা জড়িয়ে চোখের পাতায় আলতোভাবে রাখুন। আঞ্জনির সমস্যা দ্রুত কমে যাবে।

সূত্র: হেলথলাইন

Link copied!