প্রায়ই হাত কিংবা পায়ের নখে সাদা দাগ পড়ে। এসব দাগ হঠাত্ করেই পড়ে। আবার হঠাত্ করেই মিশে যায়। তবে দাগ মিশে যেতে দীর্ঘসময় লাগে। দুই একটি আঙুলে এমন দাগ তেমন ক্ষতিকর নাও হতে পারে। তবে প্রতিটি নখেই যদি সাদা দাগ দেখা যায় তবেই সতর্ক হতে বলেছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা জানান, হাত বা পায়ের নখে এমন সাদা দাগ রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই এমন উপসর্গে সতর্ক হওয়া প্রয়োজন। যেমন_
শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে
শরীরে ভিটামিনের অভাব থাকলে নখে সাদা দাগ পড়তে দেখা যায়। বিশেষ করে নারীদের এমন উপসর্গ বেশি হয়। কারণ অধিকাংশ নারীরা ক্যালসিয়ামের অভাবে ভুগেন। তাই তাদের নখে সাদা দাগ পড়ে। জিংকের অভাবেও এই রকম হতে পারে।
অ্যালার্জি হলে
নখের সাদা দাগ অ্যালার্জি কারণেও হতে পারে। সাধারণত নখে নানা ধরণের ও রঙের নেইলপলিশ ব্যবহৃত হয়। নেইলপলিশ তুলতে রিমুভারও ব্যবহার হয়। যা থেকে অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি থাকলে নখে সাদা দাগ হয়।
আঘাতের কারণে
অনেক সময় নখে আঘাত লাগতে পারে। অসাবধানতাবশত আঘাত লেগে যেতে পারে বা চাপ পড়তে পারে। এমন হলেও নখে সাদা দাগ দেখা যেতে পারে। এই দাগ সঙ্গে সঙ্গে দেখা না গেলেও কিছুদিন পর হতে পারে।
ইনফেকশন হলে
হাত বা পায়ের নখে কোনো কারণ ইনফেকশন বা সংক্রমণ হলেও সাদা দাগ হতে পারে। আবার নখে ফাঙ্গাস পড়লেও এমনটা হতে পারে। তাই সবসময় নখ পরিষ্কার রাখা জরুরি।
রক্তস্বল্পতা থাকলে
অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা থেকেও নখে সাদা দাগ হতে পারে। শরীরও ফ্যাকাশে সাদা হয়ে যায়। পাশাপাশি নখেও সাদা দাগ দেখা যায়।
কিডনির সমস্যা
কিডনির সমস্যার কারণেও নখে সাদা দাগ হতে পারে। কিডনির কার্যক্ষমতা কমে গেলে বা কোনো জটিলতা দেখা দিলে সেই উপসর্গ নখেও দেখা যায়। তাই নখের এমন উপসর্গে তাত্ক্ষণিক চিকিত্সকের কাছে যেতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করতে হবে।
সূত্র: হেলথলাইন








































