চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (১২ জানুয়ারি) শিল্পী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আগমুহূর্তে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।
সেখানে যারাই ক্ষমতায় আসুক, মেনে নেবেন বলে জানিয়েছেন বিদায়ী চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যার একটি মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল, অন্যটি ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল।
এই নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে নির্মাতা সোহানুর রহমান সোহানকে। আর সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন। এ নির্বাচনকে ঘিরে এফডিসিতে অভিনয়শিল্পীদের আনাগোনা বেড়েছে।