• ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৬

প্রধানমন্ত্রীকে নিয়ে তথ্যচিত্র ‘শেখ হাসিনা: আ ট্রু লেজেন্ড’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ১১:১৪ এএম
প্রধানমন্ত্রীকে নিয়ে তথ্যচিত্র ‘শেখ হাসিনা: আ ট্রু লেজেন্ড’

আগামীকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। বিশেষ দিনটিকে সামনে রেখে উন্মুক্ত করা হয়েছে তথ্যচিত্র ‘শেখ হাসিনা: আ ট্রু লেজেন্ড’। প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমীর ইউটিউব চ্যানেলে সম্প্রতি এটি প্রকাশ হয়েছে।

তথ্যচিত্রটি নির্মাণ করেছেন আয়শা এরিন। এ প্রসঙ্গে তিনি বলেন, “বিদেশি গণমাধ্যম যেভাবে শেখ হাসিনার জীবন পরিক্রমাকে দেখে, সেটা স্থান পেয়েছে এখানে। এছাড়া একজন শেখ হাসিনা কী কী গুণের সুবাদে অদম্য সত্তা হয়ে উঠেছেন, তা তুলে ধরা হয়েছে।”

কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপভিত্তিক) ও আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্যচিত্রটি নির্মাণ করেছে বৈষ্টমী। ৪০ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রের শুটিং হয়েছে বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন স্থানে।

নির্মাতা আয়শা বলেন, “শেখ হাসিনাকে যথাযথভাবে প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই এই প্রয়াস। খুবই স্বল্প বাজেটে আমাদের নিজস্ব অর্থায়নে বাংলাদেশের জন্য এই কাজটি করতে পেরেছি বলে বৈষ্টমী পরিবার আনন্দিত।”

এর আবহ সংগীত পরিচালনা করেছে নবান্ন ব্যান্ড ও কেএইচএন টিউন। এছাড়া এতে ব্যবহার করা হয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যা ও কৃষ্ণকলির গাওয়া দুটি গান। দুটি কবিতাও আছে প্রাসঙ্গিকভাবে।

এর আগে শেখ হাসিনাকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বানিয়েছিলেন পিপলু আর খান। ২০১৮ সালে মুক্তি পাওয়া চিত্রটির নাম ‘হাসিনা: আ ডটারস টেল’।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!