ইন্সটাগ্রামে অর্জুনের রহস্যময় লেখা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ০৫:৫১ পিএম
ইন্সটাগ্রামে অর্জুনের রহস্যময় লেখা

বলিউড তারকা অর্জুন কাপুর শুক্রবার (৭ শুক্রবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় লেখা শেয়ার করেছেন। ইন্সটাগ্রামে খোলখুলিভাবে জানিয়েছেন ‘রক্তের সম্পর্কই সব কিছু নয়’।

অর্জুন লিখেছেন, “রক্তের সম্পর্কই সব কিছু নয়। যারা আপনাকে ভালোবাসে, তারা সব সময় আপনার পাশে থাকবে। সব কিছুর বিনিময়ে তারা আপনাকে সুখি দেখতে চাইবে এবং ভালোবাসবে।”

কয়েকদিন আগে একটি ইন্টারভিউতে লোক দেখানো সম্পর্ক পছন্দ নয় বলে জানিয়েছিলেন অর্জুন। নিজের বোনদের সঙ্গে তার সম্পর্ক কেমন জানতে চাইলে ওই অভিনেতা আরও বলেন, “ভালো দিক হচ্ছে ওরা আমাকে সন্মান করে। আমিও ওদের একইভাবে সম্মান করি। আমি তাদের সঙ্গে সময় কাটাই এবং মজার কৌতুক করি।”

বনি কাপুরের ছেলে আরও বলেন, “আমরা একসঙ্গে থাকি না। সাধারণত প্রতিদিন আমি কি করছি, সেগুলি নিয়ে কথা হয় না। আমরা একটি সুখি পরিবার-এমন লোক দেখানো কথা আমি বলতে চাই না। আমরা অনেক বিষয় নিয়েই কথা বলি। কিন্তু এখনও আমরা সহজভাবে কথা বলা ‍শুরু করিনি।”

অর্জুন ও আনসুলা কাপুর প্রযোজক বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান। অন্যদিকে অভিনেত্রী জাহ্নবি ও খুশি কাপুর বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী শ্রী-দেবীর সন্তান।  
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!