• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

অডিশন দিয়ে ‘রূপা’ চরিত্র পেলেন কারিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ১২:৪৭ পিএম
অডিশন দিয়ে ‘রূপা’ চরিত্র পেলেন কারিনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। এক যুগেরও বেশি লম্বা কেরিয়ারে দর্শকপ্রিয় বহু সিনেমা উপহার দিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে কখনও ‘পু’ তো কখনও ‘গীত’, কখনও আবার ‘চামেলি’, নানান নামে পরিচিত এই গুনী অভিনেত্রী। দিনে দিনে অভিজ্ঞতার ঝুলি হয়েছে পূর্ণ।

তবে এবার নতুন এক রূপে ধরা দেবে কারিনা। যার জন্য ৪০ বছর বয়সে রীতিমতো অডিশনও দিতে হয়েছে তাকে। এবার ‘রূপা’ হয়ে দর্শকের সামনে ধরা দিতে চলেছেন নায়িকা। ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমিরের ছোটবেলার বন্ধুর চরিত্রে অভিনয় করবেন কারিনা।

আরও পড়ুন: টিপের কারণে কারিনার ওপর ক্ষুব্ধ নেটিজেনরা

অভিনয় জীবনে এতটা পথ পেরিয়ে এসেও এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া এতটাও সহজ ছিল না তার জন্যে। এ প্রসঙ্গে মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বেবো বলেন, ‘‘ওরা ১০০ শতাংশ নিশ্চিত হতে চেয়েছিল যে এই ছবিতে আমাকে মানাবে কি না৷ তাই অডিশন দিতে হয়েছিল।’’

আরও পড়ুন: রাস্তায় দাড়িয়ে কাজল-কারিনার আড্ডা

করিনা জানান, অডিশন দিতে তার কোনও সমস্যা হয়নি৷ বরং এই প্রক্রিয়াটি বেশ উপভোগ করেছেন তিনি। স্বামী সইফ জুগিয়েছিলেন অনুপ্রেরণা। ১১অগস্ট মুক্তি পেতে চলেছে ‘লাল সিং চাড্ডা’।
 

Link copied!