• ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২, ১২ রবিউস সানি ১৪৪৭

আমরা অল্প দিনের সরকার, সব কিছু বদলানো সম্ভব নয়: ফারুকী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৫:৪০ পিএম
আমরা অল্প দিনের সরকার, সব কিছু বদলানো সম্ভব নয়: ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

শিল্পী ও সাহিত্যিকদের মৃত্যুর পরেই কেন তাদের নিয়ে আয়োজন হয়—এই প্রশ্নের জবাব দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

ফারুকী বলেন, অনেকেরই প্রশ্ন—জীবিত অবস্থায় শিল্পীদের জন্য কিছু করা হয় না কেন, মৃত্যুর পরই কেন উদযাপন? এই প্রশ্ন আমরাও বহুবার করেছি। তবে এখন আমরা চেষ্টা করছি সেটা বদলাতে।

তিনি জানান, জীবিত কিংবদন্তিদের কাজ ও অবদান উদযাপনের জন্য একটি “লিজেন্ডস সেলিব্রেশন ক্যালেন্ডার” তৈরি করছে শিল্পকলা একাডেমি। এতে বিভিন্ন সময় দেশের গুণী শিল্পী ও সাহিত্যিকদের নিয়ে আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান।

ফারুকী বলেন, এই অনুষ্ঠানগুলো যেন সরকারি আনুষ্ঠানিকতার গণ্ডিতে সীমাবদ্ধ না থাকে, বরং সৃজনশীল ও আকর্ষণীয় হয়—সেটার দিকেই আমরা বেশি মনোযোগ দিচ্ছি।

সম্প্রতি সাবিনা ইয়াসমিনকে নিয়ে এমন একটি আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেই অনুষ্ঠানে খুরশিদ আলম ভাই বলেছেন—এ রকম আয়োজন আগে দেখেননি।

ফারুকী আরও জানান, ৮ অক্টোবর উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিন উপলক্ষে লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হবে ‘ধ্রুপদী সন্ধ্যা’। সেখানে নবীন শিল্পীদের পাশাপাশি তাঁর নাতি সিরাজ খাঁও পরিবেশন করবেন।

সংস্কৃতি উপদেষ্টা জানান, আমরা জীবিত ও প্রয়াত—দুজনকেই সমানভাবে উদযাপন করব। বদরুদ্দীন উমর, সেলিম আল দীন, রক লেজেন্ড জেমস, তারেক মাসুদ, এস এম সুলতান, নাসির আলী মামুন—সবাই থাকবেন এই তালিকায়। আহমদ রফিক ভাইয়ের জন্যও আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু তাঁর শারীরিক অবস্থার কারণে সেটা করা যায়নি।

অভিযোগের জবাবে তিনি বলেন, সরকার অসুস্থ শিল্পীদের পাশে থেকেছে, তবে প্রচারের জন্য ছবি তুলে সাহায্য দেখানো আমাদের কাছে অসম্মানজনক মনে হয়েছে, তাই তা প্রকাশ করা হয়নি।

ফারুকী আরও জানান, সরকার এখন কালচারাল ইনক্লুসিভনেস, ইন্টারন্যাশনাল ফিল্ম ও মিউজিক ফেস্টিভ্যাল, এবং শিল্পকলা একাডেমিতে নতুন বিভাগ স্থাপনের কাজ করছে।

উপদেষ্টা বলেন, ‘আমরা অল্প দিনের সরকার। সব কিছু বদলানো সম্ভব নয়। তবে চেষ্টা করছি যতটুকু সম্ভব ভূমিকা রাখতে। কালচারাল ইনক্লুসিভনেস, জুলাই ন‍্যারেটিভ নিয়ে কাজ আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে করার চেষ্টা করেছি। সামনে শিল্পকলা একাডেমি গান এবং নাচের স্কুলের ব‍্যাপারে কিছু বড় উদ্যোগ নিতে যাচ্ছে। একাডেমিতে নতুন বিভাগ আসবে। ইন্টারন্যাশনাল ফিল্ম, থিয়েটার, মিউজিক ফেস্টিভাল নিয়ে কাজ হচ্ছে। বিয়েনালকে রিভাইটালাইজ করার কাজ চলছে। ইট টেকস টাইম। আমরা শুরু করে দিয়ে যাচ্ছি। পরবর্তী সরকার এসে এটাকে এগিয়ে নিয়ে যাবে। আর আমিও মুক্তি পাব এই কঠিন দায়িত্ব থেকে। আমার নিজের ছবি না বানানোর চেয়ে বড় যন্ত্রণা আর কিছু নেই।’

Link copied!