• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বিদ্যা বালান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ১২:৫২ পিএম
মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বিদ্যা বালান
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবনে সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ২০১২ সালে বিয়ে করলেও এখনও সন্তান নেননি এ তারকা দম্পতি। এদিকে কয়েক দিন আগে গুঞ্জন রটে, কন্যা সন্তানের মা হয়েছেন বিদ্যা বালান। তবে এসব নিয়ে এবার মুখ খুলেছেন বলিউডের সাহসী অভিনেত্রীব বিদ্যা।

এইচটি সিটিকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, “এটা আমার বোনের মেয়ে ইরা। ওরা জমজ ভাই-বোন। ছেলে রুহান আর মেয়ে ইরা।”  বিদ্যা সম্পর্কে খালা হলেও বোনের দুই সন্তানকে অনেক ভালোবাসেন। আদর করে এই দুইজন ‘টুইন লাইফলাইন’ বলে ডাকেন তিনি।

এর আগে এয়ারপোর্টে বিদ্যার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন একটি বাচ্চা মেয়ে। এ ছবির ক্যাপশনে লেখা ছিল- ‘মিষ্টি মেয়ের সঙ্গে বিদ্যা’— যা নিয়ে শুরু হয় নানা আলোচনা।

বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিয়ত’। গত ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ‘নিয়ত’ সিনেমায় একজন নারী গোয়েন্দার চরিত্রে অভিনয় করেন বিদ্যা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী প্রমুখ।

Link copied!