সালমান খানের সঙ্গে রোমান্স করবেন কে এই অঞ্জনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৬:০৯ পিএম
সালমান খানের সঙ্গে রোমান্স করবেন কে এই অঞ্জনি
সালমান খান, অঞ্জনি ধাওয়ান

বলিউডে ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে এবার রোম্যান্স করবেন বরুণ ধাওয়ানের ভাতিজি অঞ্জনি ধাওয়ান। ‘সিকান্দর’ নামের একটি সিনেমায়  গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।ইতিমধ্যেই ‍‍‘বিন্নি অ্যান্ড ফ্যামিলি‍‍’ ছবির হাত ধরে বলিউড অভিষেক সেরে ফেলেছেন তিনি। এই ছবিতে দেখা গিয়েছে নমন ত্রিপাঠী,পঙ্কজ কাপুর, রাজেশ কুমার, হিমানি শিবপুরীর মতো পরিচিত অভিনেতাদের।  


 ‘সিকান্দর’ সিনেমায় অঞ্জনি ছাড়াও এই প্রথমবার বলিউড সুপারস্টার সালমান খানের ছবিতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। সিনেমাটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। এবারের ঈদে আসছে ‘সিকান্দর’।

 ছবি প্রসঙ্গে মুম্বাই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান খান জানান, ‘আগামী বছরের ঈদে সিকান্দর চরিত্রে আসছেন তিনি।  ছবিতে থাকবে বড় চমক।’

বরুণ ধাওয়ান ও অঞ্জনি ধাওয়ান

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, রশ্মিকাকে টেক্কা দিতে এই ছবিতে থাকছেন আরও এক দক্ষিণী অভিনেত্রী। কাজল আগরওয়ালকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।

২০২৫-এর ঈদে সালমানের সঙ্গে তিন নায়িকা কী নতুন চমক নিয়ে আসে তা দেখার জন্য দর্শক বেশ কৌতুহলী।

Link copied!