• ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২,
শিশু সাজিদ প্রসঙ্গে ইরফান সাজ্জাদ

দেশে হয়তো বিচার হবে না, কিন্তু আখিরাতে কি জবাব দিবেন আল্লাহকে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১০:৪৮ এএম
দেশে হয়তো বিচার হবে না, কিন্তু আখিরাতে কি জবাব দিবেন আল্লাহকে?

পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে মৃত্যু হয় দুই বছরের শিশু সাজিদের। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তানোরের বাড়িতে নিয়ে আসা হয় সাজিদের মরদেহ।

সাজিদের বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। নিহত সাজিদকে গভীর নলকূপের ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি লিখেছেন, ‘একটা ১৫০ ফিট গভীর গর্ত! আহা দুই বছরের ছোট সাজিদ! এত বড় গর্ত করে যারা রাখলেন দেশে হয়তো বিচার হবে না, কিন্তু আখিরাতে কি জবাব দিবেন আল্লাহকে?’ 

কথার সূত্র ধরে এই তারকা আরও লিখেছেন, ‘আমাদের পুরো দেশটাই একটা গভীর গর্ত! প্রতিনিয়ত আমরা আমাদের অজান্তেই এই গর্তে তলিয়ে যাচ্ছি! আমাদের বাঁচাবার কেউ নাই আল্লাহ ছাড়া!’
 
সবশেষে ইরফান লিখেছেন, ‘সাজিদ বাবা তুমি কিন্তু একা না আমরা সবাই তোমার মতোই হারিয়ে যাবো এ দেশে। একটা বাচ্চাকে গর্ত থেকে বের করার মত উন্নত প্রযুক্তি নাই একটা দেশে ভাবা যাই?’

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ ৪০ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় সে। 

Link copied!