• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

যে কারণে নেশায় আসক্ত হয়েছিলেন মহেশ ভাট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০১:১৬ পিএম
যে কারণে নেশায় আসক্ত হয়েছিলেন মহেশ ভাট
পরিচালক মহেশ ভাট ও মেয়ে আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় পরিচালক মহেশ ভাট। বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই গুণী নির্মাতা। তবে একটা সময় সিনেমা ফ্লপ হওয়াতে নেশায় আসক্ত হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে  মহেশ ভাটের মেয়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট নিজের শৈশব নিয়ে কথা বলেছেন। সে সময় আলিয়া নিজের শৈশবের কথা বলতে গিয়ে বাবা মহেশের কঠিন সময়ের কথা প্রকাশ করেছেন।

আলিয়া ভাট বলেন, ‘‘সবাই ভাবেন আমি খুবই সচ্ছল পরিবারে বড় হয়েছি। কিন্তু এমন একটা সময় গেছে যখন বাবার হাতে কোনো টাকাপয়সা ছিল না। বক্স অফিসেও একটার পর একটা সিনেমা ফ্লপ হয়েছিল। তখনই নেশায় আসক্ত হয়ে গিয়েছিল বাবা। তবে মদের নেশায় আসক্ত হওয়ার পর সেই নেশা নিজেই কাটিয়ে বের হয়ে এসেছিলেন বাবা, যাতে আমি আর আমার বোন ভালো জীবন পাই।’’

বলিউডে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী আরও জানান, তার বাবা একা নন, মাকেও কম লড়াই করতে হয়নি। এমনকি স্বজনপোষণ নিয়েও আলিয়াকে কম কথা শুনতে হয়নি।

এ বছর ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমাতে সাহসী অভিনয় করার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট।

Link copied!