• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

কানাডিয়ান র‌্যাপারের মৃত্যুর খবরটি ভুয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০৭:৪৫ পিএম
কানাডিয়ান র‌্যাপারের মৃত্যুর খবরটি ভুয়া
ছবি: সংগৃহীত

‘লিল টে’ নামে পরিচিত জনপ্রিয় কানাডিয়ান র‌্যাপার ক্লেয়ার হোপ মারা গেছেন এমন সংবাদ যখন সবার মুখে মুখে তখন জানা গেলো ভিন্ন বিষয়। র‌্যাপার ক্লেয়ার হোপ মারা যাননি। বরং তার মৃত্যুর খবরটি ভুয়া। লিল টের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এমন দাবি করা হয়েছে।

‘ভ্যারাইটি ডট কমের’ এক প্রতিবেদনে জানানো হয়, ‘লিল টে’বেঁচে আছেন এবং নিরাপদ আছেন। লিল টে জানান, তার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টটি হ্যাক করা হয় এবং সেখান থেকে তার এবং তার ভাইয়ের মৃত্যু সম্পর্কে ‘ভুল তথ্য’ ছড়িয়ে দেওয়া হয়।]

এর আগে বুধবার (৯ আগস্ট) লিল টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার পরিবার একটি বিবৃতি প্রকাশ করে বলে— ‘ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, আমাদের প্রিয় ক্লেয়ার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছে। এই অপূরণীয় ক্ষতি ও কষ্টের ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই।  আমাদের অবাক করে তার এই চলে যাওয়া অপ্রত্যাশিত।’

বিতর্কিত বিষয়বস্তুর কারণে মাত্র ৯ বছর বয়সে খ্যাতি অর্জন করে লিল টে। ২০১৮ সালে কিছু অবমাননাকর ভাষা ব্যবহারের জন্য জনসমক্ষে ক্ষমাও চেয়েছিলেন তিনি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে লিল টের অনুসারীর সংখ্যা ৩ মিলিয়নের বেশি। 
 

Link copied!