• ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৮ সফর ১৪৪৬

অভিনেত্রী বললেন, পরিচালক হোটেলে ডেকে নিয়ে সীমালঙ্ঘন করেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১১:০৬ এএম
অভিনেত্রী বললেন, পরিচালক হোটেলে ডেকে নিয়ে সীমালঙ্ঘন করেছেন
জেসমিন বাসিন

অডিশনের নামে হয়রানির শিকার হয়েছেন এক অভিনেত্রী। নিজের অভিজ্ঞতার কথা জানালেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় তারকা জেসমিন বাসিন।

‘দিল সে দিল তাক’, ‘নাগিন ৪’ দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে ঘটে যাওয়া এক ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। দ্য হিমাংশু মেহতা শোতে দেওয়া সাক্ষাৎকারে জেসমিন জানান, অডিশনের সময় এক পরিচালক তার সঙ্গে সীমালঙ্ঘন করেছিলেন।

Jasmin Bhasin lashes out at trolls who mock actors for undergoing cosmetic  surgeries - Hindustan Times

জেসমিন বলেন, ‘অডিশনের জন্য আমি মুম্বাই এসেছিলাম। জুহুর এক হোটেলে মিটিং ছিল। লবিতে অনেকে অপেক্ষা করছিলেন, শুটিং টিমেরও কয়েকজন ছিলেন। সবাই একে একে ভেতরে যাচ্ছিল। আমার পালা এলে দেখি, এক ব্যক্তি হাতে পানীয় নিয়ে বসে আছেন। তিনি আমাকে অডিশন দিতে বললেন। তখনই ভয় পেয়ে যাই।’

এরপর পরিচালক তাকে একটি দৃশ্য করতে বলেন। জেসমিন জানালেন, ‘তিনি বললেন, “তোমার প্রেমিক চলে যাচ্ছে, তোমাকে তাকে থামাতে হবে।”

আমি বললাম, ঠিক আছে স্যার, প্রস্তুতি নিয়ে কাল আসব। কিন্তু তিনি বললেন, “না, এখনই করতে হবে।” আমি চেষ্টা করলাম। কিন্তু তিনি বললেন, “না, এভাবে নয়…” তারপর দরজা বন্ধ করে দিলেন। তিনি অন্য কিছু করতে চাইছিলেন। আমি বুদ্ধি খাটিয়ে সেখান থেকে পালিয়ে যাই।’

Jasmin Bhasin : কখনও হট, কখনও মিষ্টি! জেসমিনের মলদ্বীপ ভ্রমণ দেখে আপনিও  বেড়াতে যেতে চাইবেন | বিনোদন - News18 বাংলা

সেদিনই জেসমিন সিদ্ধান্ত নেন, জীবনে আর কোনো মিটিং হোটেল রুমে করবেন না। তবে সাক্ষাৎকারে সেই পরিচালকের নাম বলেননি অভিনেত্রী।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!