• ঢাকা
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২, ১৬ সফর ১৪৪৬

পর্দা থেকে এবার বাস্তবে তারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০১:৫২ পিএম
পর্দা থেকে এবার বাস্তবে তারা
আহান পান্ডে ও অনীত পড্ডা

গত মাসের ১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ বলিউড বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। আহান পান্ডে ও অনিত পাড্ডার রসায়নে মুগ্ধ সিনেপ্রেমীরা। পরিচালক মোহিত সুরির ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৫০০ কোটি রুপির বেশি। 

এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে ‘সাইয়ারা’ জুটি বাস্তবে প্রেম করছেন। সম্প্রতি তাদের একটি শপিং মলের বাইরে একসঙ্গে দেখা যায়। আর সেখানে পাপারাজ্জিদের মুখোমুখি হতেই নিজেদের আড়াল করতে চেষ্টা করেন আহান-অনিত। সেখান থেকেই জল্পনার শুরু।

শপিংমলে একসঙ্গে ‍‍`সাইয়ারা‍‍` জুটি আহান-অনীত, প্রেমের গুঞ্জন | প্রথম আলো

এবার যেন জল্পনার আগুন ঘি ঢাললেন এ তারকা জুটি। গত বৃহস্পতিবার ‘সাইয়ারা’ ছবির সাফল্যে মোহিত সুরি একটি পার্টির আয়োজন করেন। ছবির কলাকুশলী থেকে শুরু করে তারার হাট বসে। সেখানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন আহান ও অনিত। দুজনকে একসঙ্গে পার্টিতে ঢুকতে দেখে অবাক হন অনেকে। সম্পূর্ণ পার্টি জুড়ে একে অপরের সঙ্গ ছাড়েননি। অন্যদের সঙ্গে কথা বলার সময়ও অনিতকেই খুঁজছিল আহানের দুটি চোখ। 

Saiyaara | people criticized Actor Ahaan Panday, Aneet Padda for not  knowing the singer‍‍`s name of their movie Saiyaara dgtl - Anandabazar

সামাজিম মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ওই পার্টিতে আহান স্নেহভরে অনীতের কপালে চুমু খাচ্ছেন। এই দৃশ্য দেখে ভক্তরা উচ্ছ্বাস সামলাতে পারেননি। ভক্তরা কমেন্টে লিখেছেন, ‘দুজনেই ভীষণ কিউট’। কেউ কেউ আবার বলছেন, ‘শুধু বন্ধুত্বের চুমু, এর বেশি কিছু নয় তো?’ তবে প্রেমের গুঞ্জনের বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানননি দুই তারকা।
 

Link copied!