• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যে কারণে দেশের বাইরে বেজবাবা সুমন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩, ১০:৩১ এএম
যে কারণে দেশের বাইরে বেজবাবা সুমন
গায়ক সাইদুস সালেহীন খালেদ সুমন। ছবি: সংগৃহীত

আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থহীন ব্যান্ডের গায়ক সাইদুস সালেহীন খালেদ সুমন। সংগীতজগতে বেজবাবা নামেই পরিচিত তিনি। অসুস্থতার কারণেই দেশের বাইরে রয়েছেন এই শিল্পী। বর্তমানে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অর্থহীন ব্যান্ডের ম্যানেজার টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও এক ফেসবুক পোস্টে হাসপাতালে ভর্তির বিষয়ে সুমন লেখেন,  ‘অনেকের কিছু কনফিউশন দূর করার জন্য এই পোস্টটি করছি। আমি কয়েক সপ্তাহ ধরে দেশের বাইরে আছি। এটা চিকিৎসার কারণে। চিকিৎসা শেষে হলেই দেশে ফিরব। খুব সম্ভবত এই মাসের শেষের দিকে ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটা নির্ভর করছে আমার শারীরিক অবস্থার ওপর। সবাই ভালো থাকবেন।’

এর আগে, ব্যাংককের এই হাসপাতালে দীর্ঘদিন ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন বেজবাবা সুমন। কিছুটা সুস্থ হলে ২০২২ সালে দেশে ফিরে আবারও গানে মনযোগ দেন। যুক্ত হন কনসার্টে।

সবশেষ চলতি বছর ২০ অক্টোবর আর্মি স্টেডিয়ামে ‘চলো বাংলাদেশ কনসার্ট’ ও ২২ অক্টোবর আইসিসিবিতে একটি কনসার্টে অংশ নেয় অর্থহীন। সে কনসার্ট শেষেই ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয় সুমন।

Link copied!