• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে যে বার্তা দিলেন তাহসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৩:৩৭ পিএম
মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে যে বার্তা দিলেন তাহসান
মেয়ের সঙ্গে তাহসান খান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।  সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিজীবনের খুব বেশি ছবি সামনে আনেন না তিনি। তবে প্রায় সময় তার একমাত্র মেয়ের সঙ্গে ছবি শেয়ার করেন। সম্প্রতি তাহসান ইন্সটাগ্রামে মেয়ের সঙ্গে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। এরপর থেকেই প্রশংসা পাচ্ছেন তিনি।

মেয়ের সঙ্গে তিনটি ছবি শেয়ার করে তাহসান ক্যাপশনে লিখেছেন, ‘আগে ও পরে আমার সাথে, এরপর গায়ক স্টিভি ওয়ান্ডারের গানের একটি লিরিক্স লিখেছেন ‘সে কি সুন্দর নয়?’। ছবিতে বাবা-মেয়ের খুনসুটি দেখা গেছে। বিউটি পার্লারে গিয়ে নতুন হেয়ার স্টাইল করতে গিয়েছে বাবার সঙ্গে গিয়েছে আইরা।  

২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাহসান এবং মিথিলার। তাদের একমাত্র সন্তান আইরা তেহরীম খান। বিচ্ছেদের দুই বছর পর ২০১৯ সালের শেষ দিকে মিথিলা পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি বিয়ে করে সংসার করছেন কলকাতায়। অন্যদিকে তাহসান বিয়ে না করলেও ব্যস্ত আছেন তার গান এবং অভিনয় নিয়ে। বেশিরভাগ সময় আইরা মিথিলার সঙ্গে থাকে। তবে মাঝে-মধ্যেই বাবার সঙ্গে সময় কাটায় আইরা। বিচ্ছেদের পরও তাহসান এবং মিথিলা একমাত্র মেয়ে কে নিয়ে দুজনের বন্ধুত্ব এখনো অটুট। বিচ্ছেদের পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য তারা প্রশংসিত।    

তাহসান খান দীর্ঘদিন ধরে ভুগছেন ভোকাল কর্ডের অসুস্থতায়। হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালিতে। এখন আর আগের মোত গান করছেন না।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!