বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন উড়ছিল। অবশেষে সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অনিল কন্যা। বছরের শেষ সময়ে এসে স্ফীতোদরের (বেবি বাম্প) ছবি প্রকাশ করে ভক্তদের এই সুখবর দিলেন তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেন সোনম। ছবিতে অভিনেত্রীকে গোলাপি রঙের স্কার্ট ও টপ পরিহিত অবস্থায় দেখা যায়। দুহাতে আগলে রেখেছেন নিজের স্ফীতোদর। ক্যাপশনে ছোট করে লিখেছেন, ‘মা’।
সোনমের এই খুশির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্বামী আনন্দ আহুজাও। স্ত্রীর ছবিতে খুনসুটি করে মন্তব্য করেছেন, ‘এবার দ্বিগুণ ঝামেলা।’ পরক্ষণেই আবার ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘তুমি একজন সুন্দরী মা।’
সোনম ও আনন্দ দম্পতির প্রথম সন্তান বায়ুর বয়স এখন তিন বছর। প্রথম সন্তান জন্মের পর থেকেই নিজেকে অভিনয় জগত থেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন সোনম। সন্তানের দায়িত্ব ও মাতৃত্ব উপভোগ করতেই এই বিরতি।
সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’-এ দেখা গিয়েছিল তাকে। ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর দীর্ঘ ছয় বছর পর সেটিই ছিল তার কামব্যাক সিনেমা।































