• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

সিন্ডিকেট নিয়ে মুখ খুললেন শাকিব খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৩, ১১:৫১ এএম
সিন্ডিকেট নিয়ে মুখ খুললেন শাকিব খান

ঈদুল আজহায় ১০৭টি প্রক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে সিনেমাটি। তবে, শাকিব ভক্তদের অভিযোগ রয়েছে, কিছু সিন্ডিকেটের কারনে টিকিট পাচ্ছেনা তারা। সেসব বিষয়ে এবার গণমাধ্যমে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার কিং খান খ্যাত এই অভিনেতা।

প্রিয়তমা সিন্ডিকেটের শিকার প্রসঙ্গে শাকিব বলেন, ‘‘খবরে দেখলাম, সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটির দর্শক টিকিট পাচ্ছে না। আর সিনেপ্লেক্সেও দর্শকরা টিকিট না পেয়ে সিনেমা না দেখেই চলে যাচ্ছে। এমনটি হলে সিনেপ্লেক্স তো শো বাড়িয়ে দিলেই পারে। কেন বাড়াচ্ছে না, সেটা আমি জানি না। তবে সিন্ডিকেট বা যা-ই বলেন, ভালো ছবিকে কোনোভাবেই আটকে রাখা যায় না। ‘প্রিয়তমা’ একটি ভালো ছবি, ভালো গল্পের ছবি। পারিবারিক ছবি। সপরিবারে দেখার মতো ছবি।’’

প্রিয়তমাকে দর্শক এতটা গ্রহণ করবে–এটা কি ভাবনায় ছিল? এমন প্রশ্নের উত্তরে ঢালিউড কিং খান বলেন, ‘‘ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকদের ভালোবাসা আমি পেয়ে আসছি। এখনও পাচ্ছি। তাঁদের এই ভালোবাসাই আমার এগিয়ে যাওয়া ও বেঁচে থাকার শক্তি। প্রিয়তমার গল্প যে তাঁদের ভালোবাসায় সিক্ত হবে– এটা আমাদের প্রত্যাশায় ছিল। সেই প্রত্যাশা থেকেই তো পরিচালক হিমেল আশরাফ ও আমাদের প্রিয়তমা টিম প্রায় চার বছর ধরে সিনেমাটির গল্প লালন করে আসছি। ফাইনালি দর্শকরা প্রিয়তমা গ্রহণ করেছে।’’

এদিকে আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে ‘প্রিয়তমা’। মুক্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সেখানকার দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন এ নায়ক।

শাকিব বলেন, ‘‘আগামী ৭ জুলাই প্রিয়তমা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে আমিও সেখানে যাচ্ছি। সেখানেই হয়তো প্রিয়তমা দেখব। তবে এবার গিয়ে আর বেশিদিন থাকব না। সপ্তাহখানেক পরই দেশে ফিরব। নতুন সিনেমা নিয়ে পরিকল্পনায় নামব।’’

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

 

Link copied!