• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
‘দরদ’ সিনেমায়

সোনালের সঙ্গে রোমান্সে ব্যস্ত শাকিব খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০৩:০৮ পিএম
সোনালের সঙ্গে রোমান্সে ব্যস্ত শাকিব খান
শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ছবি: সংগৃহীত

দেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র শুটিং-এ ভারতে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সেখান থেকেই নির্মাতা অনন্য মামুন মাঝেমধ্যে সিনেমার আপডেট দিচ্ছেন। এবার ‘মেইনে খুশি’ এমন ক্যাপশনে শাকিব খানকে নিয়ে জড়িয়ে একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। তা দেখে রীতিমতো ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে।

এদিকে এক ফেসবুক পোস্টে নির্মাতা অনন্যা মামুন শাকিব খান ও সোনাল চৌহানের রোমান্টিক সেই ছবিটি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, এই ভাবাও, এই ভাসাও, বুকের ই মাঝে হারাও...

এছাড়াও সংগীতশিল্পী বালাম, জাহিদ আকবারকে উদ্দেশ্য করে অনন্য মামুন লেখন, ফাটিয়ে দিয়েছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিটা জাহিদ আকবরের লেখা বালামের গাওয়া একটি গানের শুটিং দৃশ্য। রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রক্ষ্মাস্ত্র’ ও  ‘কেশারিয়া’ সিনেমার গানের শুটিং যেখানে হয়েছে, একই লোকেশনে শাকিব-সোনালের রোম্যান্টিক এই গানটি দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

এদিকে রোম্যান্টিক মুডে নেটিজেনরা শাকিব-সোনালের ছবি দেখে বলছেন, ‘জাস্ট লুকিং লাইক অ্যা ওয়াও’! অনেকেই শুভ কামনা জানাচ্ছেন ‘দরদ’ সিনেমার জন্য।  

অনন্য মামুন জানান, আগামী বছরের ২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে। এই নির্মাতা আরও বলেন, ‘‘দরদ-এর শুটিং শুরু হবে ২০ অক্টোবর। নভেম্বরে শুটিং শেষ হবে। ৬টি ভাষায় ২৪টি দেশে একসঙ্গে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।’’

‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। এতে আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, রাহুল দেব, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।  

Link copied!