• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

হিরো আলমের বিরুদ্ধে জিডি করলেন রিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০৮:৫৮ এএম
হিরো আলমের বিরুদ্ধে জিডি করলেন রিয়া

আলোচিত-সমালোচিত অভিনয়শিল্পী আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারই সহশিল্পী রিয়া চৌধুরী।

শুক্রবার (৯ জুন) রাজধানীর বাড্ডা থানায় রিয়া চৌধুরী এই জিডি করেন।

জিডিতে বলা হয়েছে, ‍‍‘হিরো আলম বগুড়া‍‍’ নামক ফেসবুক পেজ থেকে রিয়া চৌধুরী দেখতে পান হিরো আলমের কথিত সহযোগী রিয়া মনি (২৭) নামধারী একটি মেয়ে তাকে অশ্লীল গালাগাল করছেন। এতে হিরো আলমের ইন্ধন রয়েছে। যার কারণে সামাজিকভাবে তার মানহানি ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকার কারণে আপাতত বিষয়টি সাধারাণ ডায়েরি করা হলো। ভবিষ্যতে তথ্য-উপাত্তের ভিত্তিতে বা প্রয়োজন সাপেক্ষে মামলার জন্য আবেদন করা হবে।

জিডি সম্পর্কে এসআই নাদিমুল হক নোমান গণমাধ্যমকে বলেন, “ভুক্তভোগী নারী নিজে থানায় এসে জিডি করেছেন। যেহেতু বিষয়টি সাইবার রিলেটেড, ফলে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হবে।”

রিয়া চৌধুরীর বাসা রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায়। সদ্য মুক্তি পাওয়া হিরো আলমের ‍‍‘টোকাই‍‍’ সিনেমাতে হিরো আলমের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন রিয়া চৌধুরী।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!