• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

রাফসানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে যা বললেন জেফার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০২:০৬ পিএম
রাফসানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে যা বললেন জেফার
জেফার রহমান ও রাফসান সাবাব। ছবি: সংগৃহীত

জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও চিকিৎসক সানিয়া এশার বিবাহবিচ্ছেদের পর থেকেই আলোচনায় এসেছে সংগীতশিল্পী জেফার রহমান। সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, জেফারের সঙ্গে সম্পর্কে ছিলেন রাফসান। যার কারণেই বিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি। এবার এই বিষয়ে মুখ খুলেছেন জেফার।

প্রেমের গুঞ্জনকে একেবারেই উড়িয়ে দিয়ে জেফার বলেন, ‘‘এটা খুবই হাস্যকর। মানুষ এগুলো কোথা থেকে পায় আমি জানি না। আমি সাধারনত এসব বিষয় এড়িয়ে চলি। কিন্তু এবার যেভাবে পরিস্থিতি নোংরা হয়েছে তাতে খুব খারাপ লেগেছে। তাই এটা নিয়ে কথা বলতে বাধ্য হলাম।’’

আলোচিত এই সংগীতশিল্পী আরও বলেন,‘‘আমরা (জেফার আর রাফসান) একসঙ্গে শো করেছি, বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছি। যেমনটি আমরা আরও অনেক সহকর্মীর সঙ্গেই করি। এর বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’’

এর আগে গত ৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদের খবর জানান রাফসান। তবে, বিচ্ছেদ প্রসঙ্গে এশা দাবি করেন, আমার অনুমতি ছাড়া এমনকি ডিভোর্স লেটারে আমার স্বাক্ষর ছাড়াই রাফসান বিচ্ছেদের ঘোষণা দিয়েছে। এমন মন্তব্যের পরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

Link copied!