• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘লাভ বাজ’ নাটকে পারসা ইভানা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ১১:২৩ এএম
‘লাভ বাজ’ নাটকে পারসা ইভানা
অভিনেত্রী পরসা ইভানা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পারসা ইভানা। ইতোমধ্যে সাবলীল অভিনয় দিয়ে দর্শকের হৃদয় কেড়েছেন তিনি। তার অভিনীত নাটকের বিভিন্ন দৃশ্য নিয়ে একাধিকবার হয়েছে আলোচনা-সমালোচনা। কিন্তু সবকিছুতে পাশ কাটিয়ে এগিয়ে চলছেন ইভানা। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে আরও আলোচনায় আসেন ইভানা। এবার অমির পরিচালনায় ভালোবাসা দিবসের নাটক ‘লাভ বাজ’-এ দেখা যাবে তাকে।

গত বছর কাজল আরেফিন অমির পরিচালনায় ‘বেড বাজ’ ও ‘গুডবাজ’ নামে দুটি নাটক বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। সে ধারাবাহিকতায় এবারও একই পরিচালক নাটকটির সিকুয়্যাল নির্মাণ করছেন। নাম ‘লাভ বাজ’। আগামী ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই এটি নির্মিত হচ্ছে বলে নির্মাতা জানিয়েছেন। যথারীতি এ নাটকেরও প্রধান চরিত্রে অভিনয় করবেন পারসা ইভানা।

‘লাভ বাজ’ প্রসঙ্গে ইভানা বলেন, ‘‘আপাতত কোনো নতুন কাজও করছি না। আশা করছি ডিসেম্বরের শুরুতেই এ নাটকের কাজ করতে পারব।’’

Link copied!